বাসাইল কাঞ্চনপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসেবা সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম :
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসেবা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১জানুয়ারি ) বিকেলে কাঞ্চনপুর বিল পাড়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা শাখার আমীর আফজাল হোসেন, সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাসাইল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আবরার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাঞ্চনপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের আমীর মোঃ আব্দুল্লাহ মিয়া, সঞ্চালনায় ছিলেন ০৯ নং ওয়ার্ডের সেক্রেটারী মো: ছানোয়ার হোসেন, অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্হানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments