উপদেষ্টার পদত্যাগ দাবিতে সখীপুর প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    উপদেষ্টার পদত্যাগ দাবিতে সখীপুর প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

    তাইবুর রহমান  সখীপুর:

    টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    উপদেষ্টার পদত্যাগ দাবিতে  সখীপুর প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন


    বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অন্তত দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

    প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য আফরোজা আক্তার, জুলহাস উদ্দিন, সাইফুল ইসলাম সাইফ, সালমান হাবিব, নাজমুল তালুকদার, সায়মন জাহিদ প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রশ্নে অবান্তর মন্তব্য করেছেন। অবিলম্বে আমরা তার পদত্যাগ দাবি করছি।

    বক্তারা আরো বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728