কালিহাতীতে মাদকসেবীর এক মাসের কারাদন্ড
রাইসুল ইসলাম লিটন:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী গ্রামের আনছের আলী (৬০) নামের এক মাদকসেবিকে ভ্রাম্যমান আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ কারাদন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আনছের আলী ছাতিহাটী গ্রামের মোহিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কালিহাতী থানার এস আই মিন্টু চন্দ্র ঘোষের নেতৃত্বে মঙ্গলবার একদল পুলিশ উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ছাতিহাটী এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।এসময় মাদক সেবন অবস্থায় আনছের আলীকে আটক করেন।পরে বিকালে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের নিকট হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
No comments