বাসাইলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুুধবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুুপারভাইজার আল-আমিন। এসময় মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলার শাখার সভাপতি আবুল কাশেম মিঞা, সাধারণ সম্পাদক ওসমান আলী মিঞা প্রমুুখ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
No comments