টাঙ্গাইলে দ্রব্যের দাম সহনীয় রাখতে মতবিনিময় সভা
রাইসুল ইসলাম লিটন :
আসন্ন মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত। এসময় আরো বক্তব্য রাখেন ক্যাব এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ড. মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ব্যবসায়ী ঐক্যজোট সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, জেলা শাখা ক্যাবের প্রতিনিধি মুহাম্মদ আবু জোবায়ের উজ্জল প্রমূখ।
No comments