কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

    নিজস্ব  প্রতিনিধি:

    "পড় তোমার প্রভূর নামে"এই মহৎ প্রতিপাদ্যকে ধারণ করে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার আয়োজনে টাঙ্গাইলের কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


    কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন
    শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠান ছিল আনন্দঘন ও প্রেরণাদায়ক।

    ৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বেনজির আহমেদ টিটো বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষা ও নৈতিকতা বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা শুধু প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস। যারা আজ পুরস্কার পেয়েছে, তারা যেন ভবিষ্যতে আরও বড় সফলতা অর্জন করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।

    তিনি আরও বলেন,আমরা চাই, প্রতিটি শিশু সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক। শিক্ষার প্রসার ও মানোন্নয়নে যে কোনো উদ্যোগ সবসময় স্বাগত। ইনতিজার পত্রিকার এই উদ্যোগ প্রশংসনীয়, এবং আমি আশা করি, ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখবে।"

    অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন,
    শিক্ষা শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমও। আজকের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এমন প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার মাধ্যমে যে প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে, তা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। তিনি আরো বলেন, অভিভাবকদেরও আহ্বান জানাই, সন্তানদের শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের নৈতিক শিক্ষার দিকেও নজর দিন। ভবিষ্যতে এমন আয়োজন যেন আরও বড় পরিসরে হয়, সেই প্রত্যাশা করি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেনসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

    এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

    এই আয়োজন শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল না; এটি ছিল নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করার এক অনন্য প্রচেষ্টা। শিক্ষার্থীদের মাঝে সাফল্যের প্রেরণা ছড়িয়ে দিতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728