বাসাইলে শহীদ ক্যাডেট একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে শহীদ ক্যাডেট একাডেমীতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীণবরণ ও বিদায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) দিনব্যাপী শহীদ ক্যাডেট একাডেমীর বাসাইল শাখাটি আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। এদিন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শহীদুল আলম শহীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী জোবেদা-রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল। বরেণ্য অতিথি ছিলেন মানবাধিকার কমিশন বাসাইল উপজেলা শাখার সাবেক সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা।
বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আজহার আলী আহমেদ, সাবেক কাউন্সিলর নবীনুর রহমান, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সরকারী জোবেদা-রোবেয়া মহিলা কলেজের শিক্ষক শরীফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহীদ ক্যাডেট একাডেমীর বাসাইল শাখার প্রধান শিক্ষক জাহাঙ্গীর বিন জাফর।
এদিকে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সখিপুর উপজেলার নামদারপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। গত ২৫ ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারী শেখ ফজিলাতুননেসা মহিলা কলেজের প্রভাষক আল আমিন চৌধুরী। শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
No comments