রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে সখীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মিছিলটি উপজেলা গেইট থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ঐতিহাসিক তালতলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী শফিকুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনিরুজ্জামান খান, উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির হায়দার আলী মাস্টার, অধ্যক্ষ ফজলুল হক, আ: খালেক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধেরও দাবী করেন ।
No comments