আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি : মংস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি : মংস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

    রাইসুল ইসলাম লিটন:

    বাজার পরিস্থিতি নিয়ে মানুষের কষ্ট আছে। দ্রব্যমূল্য নানাভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

    আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি : মংস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


    শনিবার বিকালে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

    তিনি বলেন, বর্তমানে বাজারের যে চাহিদা, এটা কোনভাবেই  পূরণ করা সম্ভব না। কিন্তু আমরা এটা করতে পারি, যে জরুরি প্রয়োজনীয় ডিম, দুধ, মাংসসহ যে গুলো রমজান মাসে বেশি চাহিদা থাকে। সে গুলো যদি আমরা কম দামে বিক্রি করে দেখাতে পারি তাহলে ব্যবসায়ীদের একটা ম্যাসেজ চলে যাবে।

    শিক্ষার্থীদের নতুন সংগঠনের বিষয়ে বলেন, জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিলো, যারা নেতৃত্ব দিয়েছিলো তাদের অবদানও তো আমাদের স্বীকার করতেই হবে। তারা একটা নতুন বাংলাদেশ দিয়েছে। রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে নতুন চিন্তা, নতুন ধারণা আসুক। তাদের যদি কোন ভুলভ্রান্তি থাকে সেটা দেখা যাবে। এই দল করা  ভুল কিছু না। এটা আগামী নির্বাচনের আগে একটা নতুন মাত্রা যোগ করবে।

    এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্যাহ আল মামুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

    এসময় গরুর মাংস ৬৫০ টাকা, মুরগির মাংস ২৫০, ডিম ১১৪টাকা ডজন ও দুধ ৮০ টাকা  লিটার দরে বিক্রি করা হয় ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728