বাসাইলে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
মোঃ সাইফুল ইসলাম
টাঙ্গাইলের বাসাইলে উৎসব মুখর পরিবেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ) বাসাইল পৌরসভার হলরুমে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন বাসাইল উপজেলার নির্বাহী কর্মকতা মোছাঃ আকলিমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাচন ( ভারপ্রাপ্ত ) কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন , বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দীন প্রমুখ।
এ সময় বাসাইল উপজেলা নির্বাচন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ভোটার তালিকা হালনাগাদে শুরু হয়েছে আমাদের তথ্য সংগ্রহের কার্যক্রম ছিলো ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত। আজ থেকে বাসাইল উপজেলার নতুন ভোটার হালনাগাদ রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ১১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।
যারা ০১-০১-২০০৮ ইং সালের পূর্বে জন্ম গ্রহন করেছে তারা যদি ভোটার হইতে চাই তারা অবশ্যই ভোটার হবে। ইতি মধ্যে আমরা ফিল্ড থেকে যে তথ্য সংগ্রহ করেছি সে তথ্যের বাহিরে যদি বাদ পড়ে যায় তাদের কে ফর্ম পূরণ করে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করব। সারাদেশ ব্যাপি হালনাগাদ কার্যক্রমের অংশ হিসাবে বাসাইল উপজেলাতেও এই কার্যক্রম যাতে সঠিক ও সুন্দর ভাবে পরিচালিত হয় সে লক্ষেই আমরা বাসাইল উপজেলার ভোটার হালনাগাদের এই কাজের উদ্ধোধন করা হল। এ সময় তিনি সকল শ্রেণী পেশার মানুষ সহ তরুন ভোটারদের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
No comments