বাসাইলে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগরী উত্তর শেরে বাংলা নগর থানা শাখার আমীর আবদুল আউয়াল আজম, বাসাইল উপজেলার শাখার সেক্রেটারী আমিনুল ইসলাম খান, পৌর শাখার সভাপতি ফরিদ হোসাইন, জামায়াত নেতা শহীদুল রহমান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments