বাসাইলে ৩টি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে গেল চোরেরা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে ৩টি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে গেল চোরেরা

    বাসাইল প্রতিনিধি:

    রাতের আঁধারে গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে জবাই করে নিয়ে গেল চোরে।গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে গেলেও কেউ টের পাইনি।এরকম ঘটনা ঘটেছে টাঙ্গাইলের বাসাইল পৌর শহরের পশ্চিম পাড়া এলাকায়।

    বাসাইলে ৩টি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে গেল চোরেরা

    শনিবার(০১ মার্চ) রাতে ১টার দিকে বাসাইল পৌরসভার কাটাখালী পাড়া এলাকা থেকে গরু তিনটি চুরি করে বাসাইল পশ্চিম পাড়া কবরস্থানের পাশে চোরেরা গরু তিনটি জবাই করে মাংস নিয়ে যায়।

    গরুর মালিক রুবেল খান জানান, গতকাল শনিবার ৯০ হাজার টাকা দিয়ে ১টি গরু কিনে বাড়িতে নিয়ে আসি।রাত ১২ টার সময় গরু দেখে শুয়ে পড়ি।সেহেরির সময় আমার ভাই গোয়াল ঘরে গিয়ে দেখে গরু নাই।তখন আশে পাশে গরু খোঁজতে থাকি।পরে সকালে জমির আইল দিয়ে গরুর পায়ের দাগ দেখে ঘটনাস্থল আসি।যেখানে তিনটি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।আমার একটি ষাঁড় গরু ছাড়াও আরও দুইজনের ১টি করে দুইটি গাভি চুরি হয়েছে।তিনটি গরুর আনুমানিক মূল্য ৩লাখ টাকা হবে।এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

    গরুর মালিক ফজলু খান জানান,শখ করে দুই মাস আগে গাভীটি কিনে ছিলাম।গাভীটি ৫ মাসের গর্ভবর্তী ছিল।৫০ হাজার টাকা দিয়ে গাভীটি কিনে ছিলাম।এখন আনুমানিক এক লাখ টাকা বিক্রি করা যেতো।রাত ১২ টা পর্যন্ত গরু গোয়াল ঘরেই ছিল।পাশের বাড়িতেই গরুর চুরি হয়েছে শুনতে পাই।তারপর আমাদের গোয়াল ঘরে দরজার তালা কাটা ও গরুর সাথে শিকল কাটা দেখতে পাই যে গরু নাই। পরে অনেক খোঁজাখুজি করি।পরে সকালে বাসাইল পশ্চিম পাড়া কবরস্থানের পাশে গিয়ে দেখতে পাই গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।

    বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন জানান,গরু চুরির ঘটনায়  অভিযোগ পেয়েছি।তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728