সখীপুরে শিক্ষকদের সাথে সালাউদ্দিন আলমগীর রাসেলের ইফতার মাহফিল - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে শিক্ষকদের সাথে সালাউদ্দিন আলমগীর রাসেলের ইফতার মাহফিল

    সখীপুর প্রতিনিধি: 

    টাঙ্গাইলের সখীপুরে লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবির সালাউদ্দিন আলমগীর রাসেল সিআইপি'র সৌজন্যে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    সখীপুরে শিক্ষকদের সাথে সালাউদ্দিন আলমগীর রাসেলের  ইফতার মাহফিল

    শনিবার(৮ মার্চ) সখীপুর পৌর শহরের রাইদা ভিলেজ (ক্যাপ্টেন মোড়) এলাকায় তার বাংলোবাড়িতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    আজ দ্বিতীয় পর্বের ইফতারে সখীপুর উপজেলার মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসহ প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    এসময় লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, সখীপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ইফতার করা আমার অত্যন্ত ভালোলাগার একটি মূহুর্ত। এসময় তিনি সকলকে দল-মত নির্বিশেষে  সখীপুরবাসীর কল্যাণে কাজ করার আহবান জানান।

    এর আগে গত ৬ মার্চ প্রথম পর্বে মাদ্রাসা শিক্ষক, এতিম শিক্ষার্থী  ও শ্রমজীবীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আগামী ১০ ও ১২ মার্চ তৃতীয় ও চতুর্থ পর্বের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728