ঘাটাইললে মমরেজ গলগন্ডা পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ঘাটাইললে মমরেজ গলগন্ডা পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

    ঘাটাইল প্রতিনিধি :

     “বিদায় নিতে মন চায়না,তবুও বরণ করে নিতে হয় বিদায় নামক শব্দটিকে,বিদায়ের হাত ধরেই আপনার জীবনে নতুন কিছুর যাত্রা শুরু হোক”‘যেতে নাহি দিব হায়,তবু যেতে দিতে হয়,তবু চলে যায়।

    ঘাটাইললে মমরেজ গলগন্ডা পাবলিক হাই স্কুলের প্রধান  শিক্ষককে বিদায় সংবর্ধনা

    টাঙ্গাইলের ঘাটাইলে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ খানের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও  সহকারী শিক্ষক আশিকুল হায়াদের সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    এসময় বক্তব্য রাখেন, জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি খন্দকার তাহাজ্জদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান,বাসাবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মোজাম্মেল হক,মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, সিনিয়র শিক্ষক ইসহাক আলী প্রমুখ। বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বক্তারা বলেন.আপনার গুণে গুণান্বিত না হয়ে কোন উপায় নেই,কারণ আপনি শিক্ষার্থীদের  যে বাস্তব শিক্ষা দিয়েছেন তা কখনো ভুলবার মতো নয়, একজন শিক্ষার্থীদের  একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি যে ধর্মীয় শিক্ষা উপহার দিয়েছেন তা দিয়ে ইনশাআল্লাহ জীবন পার করে দিতে পারবে শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠানে আপনার অবদান অতুলনীয়। “উজাড় করে তুমি দিয়েছো ঢেলে আমাদেরই মাঝে জ্ঞানের আলো, প্রীতিরই বন্ধনে নিয়েছো বেঁধে শাসন-স্নেহে বেসেছো কত না ভালো”। 

    এসময় আরো উপস্থিত ছিলেন,সিনিয়র শিক্ষক রাফিজা ইসলাম,সিনিয়র শিক্ষক জাকিয়া সুলতানা,সহকারী শিক্ষক মোঃ আশরাফ হোসেন,সহকারী শিক্ষক হোসনে আরা, সহকারী শিক্ষক আজাদ হোসাইন,সহকারী শিক্ষক খায়রুল ইসলাম,অফিস সহকারী মোঃ মাইনুল ইসলাম আরো উপস্থিত ছিলেন রাজিব খান,আব্দুল করিম,মোঃ সোহাগ মিয়া,বিউটি আক্তার,সালাউদ্দিন,সুজন প্রমুখ। বিদায়ী প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ১১ বছর যাবত সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদানসহ বিদ্যালয়ের উন্নয়নে অন্তরিকতার সহিত দায়িত্ব পালনে ফলে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মধ্যে বিদায় বেলায় আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728