বাসাইলে বিনামূল্যে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে বিনামূল্যে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক :

    ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে চাষীদের মাঝে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

    বাসাইলে বিনামূল্যে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ

    সোমবার (২১ এপ্রিল) দুপুুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ২ হাজার ৫০০জন চাষীদের মাঝে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হযরত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া প্রমুখ।

    অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্তৃক ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের পাট উৎপাদনকারী ২ হাজার ৫০০ জন চাষীদের মাঝে এক কেজি করে পাট-বীজ, ৬ কেজি করে ইউরিয়া, ৩ কেজি করে টিএসপি ও ৩ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728