টাঙ্গাইলে তিন দিনব্যাপী ‘গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে তিন দিনব্যাপী ‘গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক :

    টাঙ্গাইলে তিন দিনব্যাপী ‘গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    টাঙ্গাইলে তিন দিনব্যাপী ‘গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হলরুমে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।


    প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন এমআরএসসি টাঙ্গাইলের সাইকোসোশ্যাল কাউন্সেলর কাব্য মাহমুদ।

    এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোছা. শাহীনা আক্তার, নাগরপুর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার হারুন-অর-রশিদ। প্রশিক্ষণ পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো. মেহেদী হাসান। প্রশিক্ষণে টাঙ্গাইল সদর, মধুপুর, গোপালপুর, নাগরপুর, বাসাইল ও জামালপুর বকশীগঞ্জ উপজেলার মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী ক্ষতিগ্রস্ত বিদেশফেরত অভিবাসী ছিলেন। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের গবাদিপশু পালন, পশুর খাবার, পশুর বিভিন্ন রোগ, ভালো পশুর জাত ও চেনার উপায়, ভ্যাক্সিনেশনসহ আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় শেখানো হয়। গত ২২ এপ্রিল শুরু হওয়া এ প্রশিক্ষণের সমাপনী দিনে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।


    উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো. মেহেদী হাসান বলেন, ‘গবাদিপশু পালন এমন এক ব্যবসা যেখানে কোন ক্ষতি নেই। আমাদের পূর্বপুরুষেরা আবহমানকাল ধরে কৃষির উপর নির্ভরশীল। এটি আমাদের জন্য অনেক সম্ভাবনাময় একটি খাত।’

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728