টাঙ্গাইলে দেড়শ’ বছরের পুরোনো জামাই মেলায় দর্শনার্থীদের ঢল - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে দেড়শ’ বছরের পুরোনো জামাই মেলায় দর্শনার্থীদের ঢল

    নিজস্ব প্রতিনিধি:

    টাঙ্গাইলে প্রায় দেড়শ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জামাই মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাছিরননেছা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। মেলায় জামাই ও বউ ছাড়াও সাধারণ মানুষের ঢল নেমেছে। তাদের উপস্থিতিতে উৎসবে পরিণত হয়েছে।

    টাঙ্গাইলে দেড়শ’ বছরের পুরোনো জামাই মেলায় দর্শনার্থীদের ঢল

    জানা গেছে, প্রায় দেড়শ’ বছর ধরে সনাতন পঞ্জিকা অনুসারে প্রতিবছর ১১, ১২ ও ১৩ বৈশাখ রসুলপুরে তিনদিন ব্যাপী জামাই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে আশেপাশের অন্তত ৩০ গ্রামের বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। আর মেলা উপলক্ষে জামাইকে বরণ করে নেওয়ার জন্য শ্বশুর-শাশুড়িরাও বেশ আগে থেকেই নেন নানা প্রস্তুতি। ঐতিহ্য অনুযায়ী মেলার সময় শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে কিছু টাকা দেন। সেই টাকার সঙ্গে জামাইরা তাদের টাকা দিয়ে মেলা থেকে শ্বশুরবাড়ির সবার জন্য বাজার করেন। মেলাটি জামাই ও বউসহ সবাই খুব আনন্দে উপভোগ করেন।  


    এদিকে, মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দোকানীরা। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, খাবারের দোকান, মিষ্টির দোকানসহ ছোট-বড় দোকান বসেছে। বৈশাখের ভ্যাপসা গরমের মাঝেও মেলায় হাজারো মানুষের ঢল নেমেছে। কেউ ঘুরছেন আবার কেউ বিভিন্ন পন্য কিনছেন। মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরা।  


    মিলন মাহমুদ নামের এক দর্শনার্থী বলেন, ‘মেলাটি জামাই মেলা নামে পরিচিত। মেলাটিকে কেন্দ্র করে এই এলাকার জামাইরা একত্রিত হয়। এমন মেলায় আসতে পেয়ে খুবই আনন্দিত।’  


    রসুলপুরের বাসিন্দা লেখক রাশেদ রহমান বলেন, ‘প্রায় দেড়শ’ বছর ধরে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার মানুষের কাছে ঈদ বা পূজা-পার্বণের মতোই এই মেলা একটি উৎসব। মেলাটি বৈশাখী মেলা হিসেবে শুরু হলেও এখন এটি জামাইমেলা হিসেবে পরিচিত।’


    মেলা আয়োজক কমিটির সদস্য সচিব আনিসুর রহমান বলেন, ‘মেলা সফল করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন দোকানিরা। তারা খাবারের দোকান, মিষ্টিজাতীয় পণ্যের দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনীর দোকানও দিয়েছেন মেলায়। এ ছাড়াও মেলায় একাধিক ফার্নিচারের দোকানও বসেছে।  রসুলপুরের এই মেলাটি বাংলাদেশের মধ্যে অন্যতম। আগামী রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এ মেলা শেষ হবে। তিন দিনে মেলায় দুই কোটি টাকার উপরে বাণিজ্য হবে।’

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728