বাসাইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭জুন) উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃআকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় বাসাইল উপজেলায় জন্ম ও মৃত্যুর নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন করার জন্য পৌরসভা ও ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করার জন্য নিদের্শনা প্রদান করা হয়।
এসময় আলোচনায় অংশ গ্রহন করেন বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শার্লী হামিদ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হীরা মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃরমজান মিয়া,ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু,হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম,কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব।
উল্লেখ্য, বাসাইল উপজেলায় এখন পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষকে উৎসাহিত করার আহবান জানান।
No comments