বাসাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক :
নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ থেকে ১০ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হয়।
বাসাইল হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাসাইল হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিপন মিয়া, স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম, পারভেজ মিয়া, হাসিনা মমতাজ, ইশরাত জাহান শাপলা প্রমুখ।
No comments