বাসাইলে জাতীয় ফল মেলার উদ্বোধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে জাতীয় ফল মেলার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক :

    ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলের বাসাইলে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে।

    বাসাইলে জাতীয় ফল মেলার উদ্বোধন

    বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের সামনে এই ফল মেলা উদ্বোধন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ মিয়া, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ। দেশীয় ফলের এই প্রদর্শনী করতে একটি স্টল বসানো হয়েছে। আগামী ২৭ জুন বিকেল পর্যন্ত এই প্রদর্শনী চলবে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728