ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার ধীরগতি
নিজস্ব প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতির সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা।
শুক্রবার ভোর সকাল থেকে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।
পুলিশ জানায়, ভোর সকালে যমুনা সেতু থেকে রাবনা পর্যন্ত গাড়ির সারি ছিলো কিন্তু যানযট ছিল না।গাড়ি গুলো ধীরগতিতে চলছে।
যাত্রী ও কয়েকজন বাস চালক জানায়, বুধবার (৪ জুন) রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। গত কাল সারাদিন যানযট ছিলো। আর রাতে বিভিন্ন জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে যানযট। মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ কাজ করছে। যমুনা সেতুর উপর একাধিক গাড়ি বিজল হওয়ার কারণে রেকার দিয়ে সরিয়ে নিতে সময় লাগায় যানযট লেগে যায়।এছাড়া সদর উপজেলার ঘারিন্দা অংশে সকালে একটি মালবাহী ট্রাক উল্টে গিয়ে মহাসড়কে পড়ে যায়,এসময় ৩ জন আহত হয়।
তাদের ভাষ্য রাতভরই মহাসড়কে থেমে থেমে যানচলাচল করেছে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে।
No comments