সখীপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

    সখীপুর প্রতি‌নি‌ধি:

     

    টাঙ্গাইলের সখীপু‌রে সা‌পের কাম‌ড়ে সাদ্দাম হো‌সেন (২৩) না‌মের এক যুবকের মৃত‌্যু হ‌য়ে‌ছে। 

    সখীপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

    রবিবার(২২ জুন) রা‌তে সখীপুর পৌরসভার ৬ নং ওয়া‌র্ড গড়গোবিন্দপুর পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত সাদ্দাম ওই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।

    নিহ‌তের পরিবার সূত্রে জানা যায়, রাতে সবার সাথে খাওয়া-দাওয়া শেষ করে সাদ্দাম হোসেন ঘরের মেঝেতে বসে মোবাইল চালাচ্ছিল, একপর্যায়ে তার পা‌য়ে বিষধর সা‌প কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তাকে সখীপুরের আলমগীর মেডিকেল হলে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

    নিহ‌তের বাবা আরও জানান, সাদ্দাম এক সন্তা‌নের জনক, সে রাজ‌মিস্ত্রীর কাজ ক‌রে সংসার চালা‌তো। 

    সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ এন্টিভেনম রয়েছে। সাপে কাটলে সময় অপচয় না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আহবান জানানো হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728