সখীপুরে একই সঙ্গে তিন বোন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ
সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে একইসাথে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আপন তিন বোন।
বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ।সকালে সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া এই তিন বোন হলেন—সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) এবং ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭) ।
একইসঙ্গে তিন বোনের পরীক্ষা দেওয়ার বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে ।
জানা যায়, তিন বোনই জন্মগ্রহণ করেছেন সৌদি আরবে, যেখানে তাদের বাবা শফিকুল ইসলাম দীর্ঘ দিন প্রবাস জীবন কাটিয়েছেন। বাবা-পরিবারসহ প্রবাসে থাকা অবস্থায় তিন বোনের জন্ম হয় সৌদি আরবে। ২০১০ সালে সৌদি আরবের মক্কা শহর থেকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে পরিবারসহ দেশে ফিরে এসে তিন মেয়ে সুমাইয়া, সাদিয়া ও রাদিয়াকে একই ক্লাসে ভর্তি করানো হয় স্কুলে। সেই থেকে একসঙ্গেই পড়ালেখা করছে তিন বোন ।
বাবা শফিকুল ইসলাম বলেন, প্রথম শ্রেণি থেকেই এ পর্যন্ত তিন বোন একসঙ্গে পড়াশোনা করছে । বিগত সব পরীক্ষায় মেয়েরা ভালো ফল করেছে । এবারও সন্তোষজনক ফলাফল লাভ করবে বলে আশা করি । তারা যেন উচ্চশিক্ষা অর্জন করে সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারে, এটাই আমার চাওয়া ।
সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ জানান, তিন বোনই মেধাবী শিক্ষার্থী । জানতে পেরেছি তারা প্রাথমিক, জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল করেছে । আশা করছি, এইচএসসিতেও তারা ভালো রেজাল্ট করবে ।
No comments