কালিহাতীতে সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত

    রাইসুল ইসলাম লিটন :

    মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক এবং সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

    কালিহাতীতে সাবেক মন্ত্রী  শাজাহান সিরাজের  মৃত্যুবার্ষিকী পালিত

    এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) কালিহাতী শাজাহান সিরাজ   কলেজ ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

    সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে স্থাপিত শাজাহান সিরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহুরুল হক বুলবুলের সভাপতিত্বে অধ্যাপক এ.কে এম আব্দুল আউয়াল, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক মাইন উদ্দিন মিয়া ও শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতনসহ কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

    আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম।

    এসময় আলোচনা সভায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহুরুল হক বুলবুল  স্বাধীনতার ইশতেহার পাঠক  শাজাহান সিরাজের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, শাজাহান সিরাজ ছিলেন একজন সাহসী, দূরদর্শী এবং ত্যাগী নেতা, যাঁর নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়।

    উল্লেখ্য, শাজাহান সিরাজ ২০২০ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এই দিনটি তার প্রতিষ্ঠিত কালিহাতী  কলেজ কর্তৃপক্ষ নানা কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728