ঘাটাইলে গুড নেইবারসের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ঘাটাইলে গুড নেইবারসের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

    ঘাটাইল প্রতিনিধি:

    টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে ১০টি  বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

    ঘাটাইলে গুড নেইবারসের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

    মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে  গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার। গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এসময়

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,সিডিসির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান,বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান আলী সরকার প্রমুখ।

    অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ দেন। মেলায় অংশগ্রহণকারী দলের মধ্যে সেরা তিনটি দলের হাতে পুরস্কারস্বরূপ নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী বাকি সাতটি দলকেও সান্ত্বনা পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    গুড নেইবারস বাংলাদেশ সবসময়ই শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও প্রযুক্তি চর্চাকে উৎসাহিত করে আসছে। এই বিজ্ঞান মেলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও কাজকে উপস্থাপন করার সুযোগ পায়, যা ভবিষ্যতে তাদের আরও অনুপ্রাণিত করবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728