বিএনপি হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন: আহমেদ আযম খান
আরিফুল ইসলাম:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাইব্রিড বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যহত করেছে।
হাইব্রিড বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। বিএনপি ওই হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। ওই হাইব্রিডদের বিএনপিতে জায়গা পাবে না।
শুক্রবার (০৪ জুলাই) দুপুরে বাসাইল ডিগ্রী কলেজে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, এখন কতিপয় রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকমের কথা বলছে, কেউ পিআর পদ্ধতির কথা বলছে, কেউ সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে, কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে।নানাজন নানাভাবেই নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। আমি বলবো, এই নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে বাংলাদেশর অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের শিল্পায়নকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের সমৃদ্ধিকে পিছিয়ে দেয়া।তাই কতিপয় রাজনৈতিক নেতাদের বলবো আসুন, রাজনৈতিক মাঠে আসুন,এবার যদি আপনাদের জন সাড়া না দেয় ভবিষ্যতে আপনাদেরকে জনগণ সাড়া দিতে পারে। তাই বলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া যাবে না।
তিনি আরও বলেন, আমরা তো দেখছি যারা নির্বাচনে জয়ী হতে পারবে না।সেই ধরনের কতিপয় রাজনৈতিক দল যারা বিভিন্ন ইস্যুতে নির্বাচন যাতে না হয় অথবা পিছিয়ে যাই সেই চেষ্টা করছে নানা ধুয়া তুলে। আমি মনে করি এই ধরণের ষড়যন্ত্র নির্বাচনের জন্য নয়।এই ধরণের ষড়যন্ত্র দেশের জন্য ক্ষতি করবে।কাজেই কে ক্ষমতায় যাব,কে বিরোধী দলে যাব।কে কোনটাই যাব না।সেটা বড় কথা নয়।বড় কথা হলো আসুন আমরা বাংলাদেশকে ভালোবাসি।বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ও সমৃদ্ধিতে কাজ করি।নির্বাচনে না যাওয়াটা ও না হওয়ার ধুয়া তোলা টাই একটি ষড়যন্ত্র।এ ধরণের ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে। তাহলে তারাও তো ফ্যাসিবাদের কাতারে চলে গেল।তাহলে তারা ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করল।যাতে বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় শামিল হতে না পারে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের বাসাইল উপজেলা শাখার সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান সহ প্রমুখ।
No comments