কালিহাতীতে কাচা মালের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা! আটক ২ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে কাচা মালের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা! আটক ২

    রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইলের কালিহাতীতে জসিম ও খোকন নামের দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

    কালিহাতীতে কাচা মালের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা! আটক ২


    বৃহস্পতিবার(২৪ জুলাই)  দুপুরে  উপজেলার বল্লা বাজারের একটি মাদকের আড্ডা থেকে তাদেরকে আটক করা হয়।এসময় ১২ লিটার চোলাই মদ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃত জসিম উপজেলার বাড্ডা গ্রামের আ. হকের ছেলে ও বল্লা বাজারের কাচামাল ব্যবসায়ী ।অপর জন আউলিয়াবাদ গ্রামে আইয়ুবের ছেলে খোকন।

    পুলিশ জানায়,গোপন সংবাদের ভিক্তিতে কালিহাতী থানার এএসআই রায়হানের নেতৃতে একদল পুলিশ  বৃহস্পতিবার দুপুরে বল্লা বাজারে একটি মাদক বিরোধী  অভিযান পরিচালনা করেন।এ সময়   মাদক ব্যবসায়ী জসিম ও খোকনকে আটক করা হলে  তাদের আস্তানা থেকে  ১২ লিটার চোলাই মদ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

    বল্লা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আতিয়ার রহমান বলেন,জসিম বল্লা বাজারে কাচামালের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।মাদক ব্যবসায়ীদের আটক  করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

    এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি)

    মো.জাকির হোসেন জানান,বল্লা বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিম ও খোকনকে আটক করা হয়।এসময় তাদের আস্তানা থেকে  ১২ লিটার চোলাই মদ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

    আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728