বাসাইলে অ্যাডভোকেট আযম খানের পক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদক :
দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের পক্ষ থেকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল ফলজ ও বনজ গাছের চারা রোপন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম বিজয়, অনিক খান, বাসাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক নাহিদ খান, সদস্য সচিব পারভেজ খান, বাসাইল পৌর ছাত্রদলের সদস্য ইমরান খান, নাঈম খান প্রমুখ।
এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ‘দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। আমরা বাসাইল উপজেলায় এক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপন করব।’
No comments