মধুপুরে অসহায় বিধবাকে ঘর করে দিলেন অব.লে. কর্ণেল আজাদ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মধুপুরে অসহায় বিধবাকে ঘর করে দিলেন অব.লে. কর্ণেল আজাদ

    মধুপুর প্রতিনিধি :

    টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নে এক  অসহায় বিধবা  জুলেখা বেগমকে ঘর করে দিলেন  টাঙ্গাইল -১( মধুপুর - ধনবাড়ী)  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী  অবসরপ্রাপ্ত  লে.কর্নেল আসাদুল ইসলাম আজাদ। 


    মধুপুরে অসহায় বিধবাকে ঘর করে দিলেন অব.লে. কর্ণেল আজাদ


     জুলেখা  বেগম মির্জাবাড়ী ইউনিয়নের ভবানটিকি গ্রামের  মৃতঃ ইয়াকুব আলী মেয়ে।

     অসহায় জুলেখা জানান, " আমি আগে ভাঙ্গা ঘরে থাকতাম, এখন কর্নেল আজাদ আমাকে একটি নতুন ঘর করে দিলেন, এখন আমি ভালো ভাবে থাকতে পারবো । আমি কর্নেল আজাদ এর  জন্য দোয়া করি উনি যেন দীর্ঘজীবি হোন এবং অসহায় মানুষের পাশে সবসময় থাকতে পারেন "। এলাকা বাসী জানান বিধবা জুলেখার থাকার মত কোন ঘর ছিল না। এখন কর্ণেল আজাদ এর সহযোগিতায় জুলেখার থাকার মত ঘর হওয়ায় আমরা সবাই খুব খুশি। অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ জানান, জুলেখা বেগম আমার নিকট এসে  আমাকে জানান, আমার থাকার মত কোন ঘর নাই আমাকে একটা ঘরের ব্যবস্হা করে দিলে আমি থাকতে পারতাম। তার কথা শুনে আমি আমার সহকর্মীদেরকে  জুলেখার বাড়ীতে পাঠাই খোজ নিতে, তারা গিয়ে জুলেখার কথার সত্যতা পায়। সহকর্মীরা এসে আমাকে জানালে এবর্ষাকালে তার থাকার কষ্টের কথা চিন্তা করে দ্রুত আমার সহকর্মীদের  ঘরের ব্যবস্হ করে দেওয়ার জন্য বলি। তারা ঘরের টিন, খুটি,কাঠ সহ ঘর তৈরীর  সকল মালামাল ক্রয় করে জুলেখার বাড়ীতে যায়। মেইন সড়ক হতে তার বাড়ী একটু দুরে থাকায় 

    সড়ক হতে আমার সহকর্মীরা  নিজেরাই ঘরের সকল মালামাল বহন করে জুলেখার বাড়ীতে নিয়ে যায়। এবং আমার সহকর্মীরাই  ঘরের কাজ করে দিচ্ছেন বলেও জানান। এসময় তিনি জানান আমি অসহায় মানুষের পাশে থেকে অসহায় মানুষের চিকিৎসা সহ তাদের বিভিন্ন ধরনের  সহযোগিতা করে যাচ্ছি। এলাকার বিত্তবান লোকরাও যদি আমার মত এগিয়ে আসে 

    তাহলে এলাকার অসহায় লোকজন আরও সুবিধা পাবে। এসময় তিনি আরও জানান যদি একা কেও 

    কোন অসহায় পরিবারের ঘর করে দিতে না পারে দশজন মিল হলেও যদি করে দেয় তাহলে এলাকার গরীব অসহায় পরিবারের উপকার হবে। তাই তিনি তার পাশাপাশি এলাকার বিত্তবানদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আহবান করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728