সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু ! - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু !

    সখীপুর প্রতিনিধি: 

    টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল রানা (২৫) নামের এক সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 


    সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু !


    নিহত জুয়েল ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি গত ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। 

    পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে দেশে ফিরে জুয়েল সখীপুর পৌর শহরে একটি বাসা ভাড়া নিয়েছিলেন। সোমবার বিকেলে সেই বাসায় ওঠার কথা ছিল । এই উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে জুয়েল তার ঘরের আসবাবপত্র বের করছিলেন। এ সময় ঘরের টিনের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

    জুয়েলের বোন জামাই আশিক জানান, থাকার ঘরের টিনের বেড়া কখন বিদ্যুতায়িত হয়েছিল কেউ জানত না। ধারণা করা হচ্ছে আসবাবপত্র বের করার সময় ঘরের কোথাও তার ছিঁড়ে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছিল।  অসতর্কতা বসত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

    সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই জুয়েলের মৃত্যু হয়েছে।” 

    সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইদুর রহমান ভূঞা  বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728