ধনবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন
ইমাম হাসান , ধনবাড়ি:
" অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ গড়ি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধন, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৮ আগষ্ট) ধনবাড়ী উপজেলা মিলনায়তনে ।
ধনবাড়ী উপজেলা মৎস্য অফিসার তাহমিনা আক্তার তামান্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । ধনবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, ধনবাড়ী উপজেলার মৎস্য চাষিবৃন্দ , মৎস্যজীবিবৃন্দ, মৎস্য খাদ্যের পরিবেশক বৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রেলি পরবর্তী ধনবাড়ী উপজেলা পরিষদের পুকুরে দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, " দেশে চায়না জালের ব্যবহার বেড়েছে, এই জালে শুধু বিভিন্ন প্রজাতির মাছ নয় বিভিন্ন প্রজাতির সাপ, ব্যাঙ, কাকড়া, পোকামাকড় ধরা পড়ছে যা পরিবেশের জন্য বিরুপ প্রভাব ফেলছে।
তাই আমাদেরকে চায়না জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে । বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহারের ফলে বিল ঝিল খালে মাছ নেই বললেই চলে, তাই উন্মুক্ত জলাশয়ে মাছের বংশের ব্যপক বিস্তার লাভ করতে হলে আমাদের কীটনাশক ব্যবহার কমিয়ে আনতে হবে "। ধনবাড়ী উপজেলার সেরা তিন জন মৎস্য চাষিকে পুরষ্কার প্রদান করা হয় ।

No comments