বাসাইল সদর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বাসাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪আগষ্ট) বিকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিরিকপুর স্কুল মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুর নবী আবু হায়াত খান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদ দেলোয়ার হোসেন।
No comments