বাসাইলে ঠিকানা’র প্রতিষ্ঠাতা মাছুদুজ্জামান রোমেলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মানবতার ফেরিওয়ালা প্রয়াত স্কুল শিক্ষক মাছুদুজ্জামান রোমেলের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কলিয়া গ্রামবাসীর উদ্যোগে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ জুলহাস আলী মিয়া।
স্থানীয় সমাজসেবক বানিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা প্রফেসর মোস্তাফিজুর রহমান, কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা আক্তার, ডা. মোহাম্মদ মোস্তফা, মনোজ খান প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম শহীদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, প্রয়াত মাছুদুজ্জামান রোমেলের ছোট ভাই সাইদুজ্জামান খান, মেয়ের জামাই রবিউল হোসাইন রবিসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা মাছুদুজ্জামান রোমেলের স্মৃতিচারণ করেন।
No comments