কালিহাতীতে খেলাকে কেন্দ্র করে এক কিশোরের মৃত্যুর অভিযোগ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে খেলাকে কেন্দ্র করে এক কিশোরের মৃত্যুর অভিযোগ

    রাইসুল ইসলাম লিটন :

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের জোয়াইর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহীন (১৭) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ  করেছেন তার স্বজনরা।


    কালিহাতীতে খেলাকে কেন্দ্র করে এক কিশোরের মৃত্যুর অভিযোগ

    নিহত শাহীন উপজেলার  বীরবাসিন্দা গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে। সে তার মায়ের সাথে নানার বাড়ি জোয়াইর গ্রামে বসবাস করছিল।শনিবার (৪ অক্টোবর)  তার লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

    নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে পরিত্যক্ত একটি  অটো রাইস মিলে  ক্রিকেট খেলার কথা বলে আজিজ নামের এক তরুন  ডেকে নেয়।  । সেখানে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় একই গ্রামের আয়নালের ছেলে দেলোয়ারের সাথে। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে গুরুতর আহত হয় শাহীন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    তবে,শাহীনের মামী অভিযোগ করে বলেন, "ডেকে নিয়ে মারধর করে তাকে  মেরে ফেলা হয়েছে। এরপর তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে। তারা খুব প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"

    অপর দিকে, দেলোয়ারের দাদা করিম বিষয়টি ভিন্নভাবে তুলে ধরে বলেন, "খেলা নিয়ে মারামারির ঘটনা জানার পরই আমি নাতিকে বকাঝকা করেছি। পরে শাহীনের বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে এসেছি। রাতে শুনি সে নাকি বিষ খেয়েছে-এর বেশি কিছু জানি না।"

    কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা আক্তার বলেন,শুক্রবার  “রাত সাড়ে ৮টার দিকে শাহীন নামের এক তরুনকে  হাসপাতালে আনা হয়। জিজ্ঞাসা করলে সে জানায় ইঁদুরের বিষসহ একটি গ্যাস্ট্রিকের ওষুধ ও একটি অ্যান্টিবায়োটিক খেয়েছে। আমরা ট্রমা ওয়াশের মাধ্যমে বিষ বের করার চেষ্টা করি। পরে তার অবস্থার অবনতি হলে  টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তার গলায় খামছানোর দাগও ছিল। 

    এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান , “লিখিত অভিযোগ পেয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728