বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ
জিয়ারত জুয়েল:
টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৭ অক্টোবর সকাল ১০টায় বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হল রুমে এ প্রনোদনা বিতরণ করা হয়
২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক সবজির বীজ ও সার সহায়তার জন্য কৃষি প্রনোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হয়।
বাসাইল উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রনোদনা বিতরণ করেন। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজা খানম, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ, বিসিআসি সার ডিলার সমিতির সভাপতি মো: আজগর আলী খান ও বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া উপস্থিত ছিলেন।
এ সময় প্রনোদনার আওতায় ৪২০ জন কৃষকদের বিনামূল্যে সার ও সবজি বীজ পালং শাক, বাটিশাক, লাল শাক, লাউ, বেগুন, বটবটি, মুলা বীজ বিতরণ করা হয়।
No comments