বাসাইলে মহাসড়কে চলন্তবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে মহাসড়কে চলন্তবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

    নিজস্ব প্রতিবেদক :


    টাঙ্গাইলের বাসাইলে মহাসড়কে  একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

    বাসাইলে মহাসড়কে চলন্তবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
    পুলিশ ও স্থানীয়রা জানান, ‘বাংলা স্টার’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয়। এসময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


    টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহত নেই।


    বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, হঠাৎ করে চলন্তবাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে। এ ঘটনায় কোনো হতাহত নেই। বাসটি গোড়াই হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728