Saturday, May 6, 2023

২৮ লাখ টাকার হেরোইনসহ মাধক প্রাচারকারী নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সলঙ্গায় ২৮ লাখ টাকার হেরোইনসহ মনি আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২এর সদস্যরা। গ্রেপ্তার মনি আক্তার গাইবান্ধা জেলার পলাশবাড়ী  থানার বাগমারা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, শুক্রবার (৫ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নিউ লাইন হসপিটাল এর সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইনসহ ঐ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়াও তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: