Thursday, May 11, 2023

দেলদুয়ারে মাসহ ২ ছেলে হত্যা মামলার আসামির আত্ম সমর্পণ

রাইসুল ইসলাম লিটন:

টাঙ্গাইলের দেলদুয়ারে মাসহ দুই শিশু হত্যা মামলায় প্রধান আসামি শাহেদ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে দেলদুয়ার আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেন
দেলদুয়ারে মাসহ ২ ছেলে হত্যা মামলার আসামির আত্ম সমর্পণ
 টাঙ্গাইলের কোর্ট পুলিশ ইন্সপেক্টর তানভীর আহমেদ সাংবাদিকদের  জানান, এ আলোচিত মামলার প্রধান আসামি শাহেদ আদালতে আত্মসমর্পণ করলে  বিচারক আরিফুল ইসলাম জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 


দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ  (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, গত শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩০) ও তার দুই ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র মুশফিক (৮) ও মাশরাফির (২) লাশ পাওয়া যায় তাদের  ঘরে। 

পরদিন রোববার  নিহত মনিরার মা আবেদা বেগম  ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন থেকেই প্রধান আসামি শাহেদসহ অন্যরা পালিয়ে যান।

এদিকে শাহেদ এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত এবং চুরি করে ধরাও পড়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 
 

টাঙ্গাইলটাইমস/এমএকিউ

নিউজটি শেয়ার করুন

 


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: