Thursday, May 11, 2023

বাসাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের বাসাইলে কাউলজানী ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দদের সাথে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সুশীলনের সহযোগিতায় কাউলজানী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব। 

বাসাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র কর্মশালা অনুষ্ঠিত
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এছাড়াও সুশীলনের টিম লিডার আবু হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট মো. মোছা বিশ^াসসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও নারী সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে, একইদিনে ফুলকী ইউনিয়ন পরিষদেও এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল আরিফ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র উপজেলার কোঅর্ডিনেটর মাসুদ রানাসহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

 

টাঙ্গাইলটাইমস/এমএকিউ

নিউজটি শেয়ার করুন

 

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: