শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর,
টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কলেজ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জামিল হোসেন, সহ সম্পাদক ছানোয়ার হোসেন, ইংরেজি বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, শিক্ষক শামীম আল মামুন, মদিনা খানম, মোসাম্মত লাভলী, অভিভাবক আব্দুল করিম, রেজাউল করিম প্রমুখ।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে মানবিক ও বাবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়েও সমাবেশ হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান।
টাঙ্গাইলটাইমস/এমএকিউ
নিউজটি শেয়ার করুন
No comments