মির্জাপুরে গণহত্যা দিবস পালিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মির্জাপুরে গণহত্যা দিবস পালিত

     মির্জাপুর:

    টাঙ্গাইলের মির্জাপুর ৭ মে গণহত্যা দিবস উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুল দিয়ে স্মরণ করা হয়েছে। 

    মির্জাপুরে গণহত্যা দিবস পালিত
     এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সদস্য মীর এনায়েত হোসেন মন্টু, কাউন্সিলর শাকিলা বিন মতিন, মেয়র সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান  আজহারুল ইসলাম সহকারী কর্মকর্তা (ভূমি)। 

    আমিনুল ইসলাম বুলবুল, পরবর্তী দুই পৌর নেতা বীর মোশাররফ হোসেন মনি ও বীর ভাই, শহিদুর রহমান শহীদ উপজেলা পরিষদের সদস্য ভাইস-সুলভ বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন কর্মী ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা পল্টনের রাজনীতিবিদ সায়ং কুমার কুমার ও প্রমুখ। 

    এ সময় উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ প্রমিতা, প্রকৌশলী আর রহমান, উপজেলা নির্বাচন শরীফা বেগম, উপজেলা নির্বাহী কমান্ডার বিশ্বাস চন্দ্র পুলক, বীর যুবরাজ শাহজাহান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

    ১৯৭১ এই রাজাকার ওয়াদুদ মাওলানার নেতৃত্বে  গ্রামের স্থানীয় বাসিন্দারা স্থানীয় হানাদারদের কাছ থেকে মিজাপুর ও আন্ধরা গ্রামে  আকষ্মিক হামলা ও লুট করে এবং দানবীরদা প্রসাদ সাহা ও তার পুত্রবধূ প্রসাদ সাহাকে আক্রমণ করে এবং ৩১ জনকেহত্যা করে ভাসিয়ে দেয়।

     

    টাঙ্গাইলটাইমস/এমএকিউ

    নিউজটি শেয়ার করুন

     

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728