Sunday, May 28, 2023

বাসাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা

 মোঃমিলন ইসলাম, বাসাইল:


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জুলিও কুরি শান্তি পদক' প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জুলিও কুরি শান্তি পদক সম্পর্কিত বিষয় নিয়ে বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেন। 
বাসাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি উপলক্ষে  আলোচনা সভা

 
রবিবার (২৯মে)উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বাসাইল  উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম নুরু কমান্ডার,বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান খান,বাসাইল  থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ ,সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যাক্ষ মশিউর রহমান খান আপেলসহ আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র ছাত্রীবৃন্দ।


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: