কালিহাতীতে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

     

    রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইলের কালিহাতীতে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

    রোববার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে  উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায়  প্রধান অতিথি হিসেবে  উদ্বোধন করেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
    কালিহাতীতে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

     
    উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।
     
    এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলামসহ কৃষি মেলায় অংশগ্রহণকারী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728