কাঁচা মরিচের ঝাল যেন নাগালের বাইরে
তাইবুর রহমান, সখীপুর :
টাঙ্গাইলের সখীপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কাঁচা মরিচ ৪‘শ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সরেজমিন উপজেলার কাঁচা বাজার, জেলখানা মোড় বাজার, কালিদাস বাজার, ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে কেজি প্রতি ৪‘শ টাকা ধরে কাঁচা মরিচ বিক্রি করছে দোকানীরা। হঠাৎ করে এমন উচ্চ মূল্য দেখে হতাশা প্রকাশ করছেন গ্রাহকেরা।
তারা উৎকন্ঠার সঙ্গে জানান, কালকে যে মরিচ দুইশত টাকা কেজি ধরে কিনেছি আজকে সে মরিচ চারশ টাকা এটি মেনে নেওয়া যায় না ।
উপজেলার জেলখানা মোড় বাজারে মরিচ কিনতে আসা আতোয়ার রহমান বলেন, ২৫০ গ্রাম মরিচ গতকাল ছিল ৫০টাকা, আজ তার দাম অইছে একশত টাকা। এটি আমার মতো গরীব মানুষ কেমনে কিনা খাব ?
উপজেলার কাঁচাবাজারের কাঁচা মরিচ বিক্রেতা আব্দুল আজিজ বলেন, আমরা বেশি দামে কিনছি, কমেতো বেচতে পারি না। তাছাড়া মরিচ আজকে আসে নাই।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম বলেন, কাঁচা মরিচ মূলত কাঁচামালের মধ্যে পড়ে । কাঁচামালের দাম সব সময় উঠানামা করে তাই কাঁচামালের দাম নির্ধারন করা যায় না। তবে সিন্ডিকেট হলে অবশ্যই ব্যবস্থা নিব ।
No comments