Monday, June 26, 2023

সখীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তাইবুর রহমান, সখীপুর:

 

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় নাঈম আহমেদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ।

সখীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 

আজ সোমবার (২৬ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার বোয়ালী প্যাট্রুল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম বোয়ালী কলেজ পাড়ার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


জানা যায়, দুপুর ১ টার দিকে বন্ধুর সঙ্গে বোয়ালী প্যাট্রুল পাম্পে তেল আনতে গেলে টাঙ্গাইল গামী একটি সিএনজি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাঈম আহমেদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল চারটায় তার মৃত্যু হয়।
 
রাতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: