Tuesday, June 20, 2023

মির্জাপুরে উৎসবের আমেজে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবের আমেজে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রথযাত্রা উপলক্ষে মির্জাপুর ইসকনের উদ্যোগে রথটান ও শোভাযাত্রা বের করা হয়। 

মির্জাপুরে উৎসবের আমেজে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

পিকআপ ভ্যানে রথ সাজিয়ে মির্জাপুর সাহাপাড়া থেকে রশি টেনে রথ ও শোভাযাত্রা মির্জাপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী কয়েক শতাধিক ভক্ত অংশগ্রহন করেন। অন্যদিকে উপজেলার পাকুল্যা, ভুশুন্ডী, ছাওয়ালী ও হাট ফতেপুর ও ভাতগ্রামের রোহিতপুরে যথাযোগ্য মর্যাদায় জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: