মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে তিন দেশের রাষ্ট্রদূত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে তিন দেশের রাষ্ট্রদূত

    মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর:

    টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রমসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তিন দেশের রাষ্ট্রদূতগণ। 

    মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে তিন দেশের রাষ্ট্রদূত

    শনিবার সকালে তাঁরা সড়ক পথে কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌছান। রাষ্ট্রদূতগণ হলেন, ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ভন লিনডে, লেদারল্যান্ডের রাষ্ট্রদূত এ্যান ভ্যান লিওয়েন ও বৃটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত  রাষ্ট্রদূত ম্যাট ক্যানেল।


    শনিবার সকাল ১০ টায় রাষ্ট্রদূতগণ কুমুদিনী কমপ্লেক্সে পৌছালে সেখানে তাদের স্বাগত জানান, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। 

    কুমুদিনী পুরাতন লাইব্রেরিতে চা চক্র শেষে রাষ্ট্রদূতগণ দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর প্রতিষ্ঠিত নির্মিত প্রমাণ চিত্র দেখেন। পরে কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস, ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন। 

    পরে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক নিবাস মির্জাপুর গ্রাম পরিদর্শন করেন। এসময় রাজীব প্রসাদ সাহা অধ্যাপক ডা. আব্দুল হালিম ডা. প্রদীপ কুমার রায় দানবীর রণদা প্রসাদ সাহার প্রপৌত্র রুদ্র প্রসাদ সাহা কুমুদিনী হাসপাতালের ডিজিএম অনিমেষ ভৌমিক উপস্থিত ছিলেন। বিকেলে রাষ্ট্রদূতগণ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে কুমুদিনী কমপ্লেক্স ত্যাগ করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728