মির্জাপুরে নানীর বাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর
টাঙ্গাইলের মির্জাপুরে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দেড় বছরের শিশু সাফিয়ার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সাফিয়া বাসাইল উপজেলার করটিয়া এলাকার উজ্জল মিয়ার মেয়ে।
জানা গেছে, সোমবার সকালে সাফিয়া তার নানা উপজেলার থলপাড়া গ্রামের সাবেক মেম্বার নুরু মিয়ার বাড়ির উঠানে খেলা করতে করতে পাশের রাস্তায় যায়। কিছুক্ষন পর তার মা ও নানী খোঁজ করতে গিয়ে রাস্তার নিচেই পুকুরে সাফিয়ার পা দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে ফতেপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রউফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
No comments