ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত

    ধনবাড়ী প্রতিনিধি:

    টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজির (অটোরিকশা) সংঘর্ষে সিএনজি চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। বুধবার (৫ জুলাই) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত


    নিহতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে চালক ওয়াজেদ মিয়া (৪২) ও একই উপজেলার পারগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)।

    পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি ৫ যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি টাঙ্গাইল-জামালপুর সড়কের ছাতারকান্দি এলাকায় পৌঁছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলসের বাসটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত ও সিএনজি চালক ও এক যাত্রীসহ সাতজন আহত হয়। আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728