Sunday, July 2, 2023

মির্জাপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করলেন এমপি শুভ

জাহাঙ্গীর হোসেন মির্জাপুর:

টাঙ্গাইলের মির্জাপুরে অস প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবীল থেকে অসুস্থদের চিকিৎসার জন্য বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।

মির্জাপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করলেন এমপি শুভ

 

রবিবার দুপুরে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ।
 
বক্তৃতা করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, উপজেলা আ.লীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, সুবিধাভোগী নরেশ চন্দ্র তরফদার প্রমুখ।
 
পরে ৪০ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবীল থেকে বরাদ্দকৃত ১৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: